কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামে ডোবার পানিতে সলিল সমাধি হয়েছে লাবিব মিয়া নামে দুই বছরের এক শিশুর। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু ওই এলাকার রোস্তম আলীর ছেলে। স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে বাড়ির বাইরের উঠোনে খেলছিল শিশুটি। এসময় সকলের অগোচরে উঠোন সংলগ্ন ডোবার পানিতে পরে যায় লাবিব। ওই পথে চলাচলকারী এক পথচারীর দৃষ্টিতে ঘটনাটি দৃশ্যমান হলে তিনি লোকজনকে খবর দেন। খবর পেয়ে পরিবারের লোকজন শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, ডোবার পানিতে এক শিশুর অকাল মৃত্যুর বিষয়টি জেনেছি।
Discussion about this post