কলাপাড়া (পটুয়াখালী)রতিনিধি: কলাপাড়া-পটুয়াখালী সড়কের সিক্স লেন পয়েন্টে একটি প্রাইভেট কারে তল্লাসি চালিয়ে ৩৬৫ কেজি তামার তার জব্দ করা হয়েছে। এ সময় আবুল বাসার (৫০) নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। শুক্রবার বিকেলে এ তার জব্দ করা হয়েছে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে। কাটা টুকরা করে এই তামার তার ১৯টি প্লাস্টিকের বাজারের ব্যাগে করে নেয়া হচ্ছিল বলে পুলিশ জানায়। গ্রেফতারকৃত আবুল বাসারের বাড়ি কলাপাড়ার মধুপাড়া গ্রামে।
Discussion about this post