আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও দুজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে । ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানায়, বৃহস্পতিবার (২ জুন) ভোরে বেথেলহেম শহরের দক্ষিণাঞ্চলে ধেইশেহ শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহত হন আয়মান মাহমুদ মাহিসেন(২৯)। ফিলিস্তিনের মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, মাহিসেন তিন সন্তানের জনক ছিলেন। সে ইসরায়েলের কারাগারে তিন বছর ছিলেন। এদিকে স্থানীয় সময় বুধবার (১ মে) গভীর রাতে উত্তর পশ্চিমতীরের জেনিন শহরের বাইরে ইয়াবাদ গ্রামে অভিযান চালিয়ে বিলাল আওয়াদ কাবাহাকে (২৪) হত্যা করে ইসরায়েলি বাহিনী। কাবাহাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সেখানে তিনি মারা যান। আল জাজিরা বলছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর গুলিতে তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পশ্চিমতীরে হামলার ঘটনার পর গত মার্চ থেকেই সেখানে অভিযান বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর গুলিতে ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
Discussion about this post