বিনোদন ডেস্ক: এলআরবি, আইয়ুব বাচ্চুর রেকর্ডসংখ্যক জনপ্রিয় গান, এবি কিচেন, আইয়ুব বাচ্চুর গিটার, স্টুডিওসহ যাবতীয় অমূল্য রসদ নিয়ে পরিবারের সিদ্ধান্ত, বাবার স্মৃতি এবং আগামী সিদ্ধান্ত এসব বিষয় নিয়ে সরাসরি লাইভে আসছেন আইয়ুব বাচ্চুকন্যা ফাইরুজ সাফরা আইয়ুব। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন তানভীর তারেক। আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় তানভীর তারেকের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সরাসরি এ কথোপকথনটি দেখা যাবে। এ বিষয়ে সাফরা বলেন, ‘আমি আমার পরিবার কোনোদিনই গণমাধ্যমের সামনে আসিনি। আমার বাবা সারা বিশ্বের অসংখ্য শ্রোতার মনের ভেতরে বাস করেন। তাদের কৌতূহলকে শ্রদ্ধা জানাতেই পরিবারের পক্ষ থেকে কিছু বিষয় স্পষ্ট করাটা জরুরি বলে মনে করি।’ এ আয়োজন প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘আমি বরাবরই বলে এসেছি আইয়ুব বাচ্চু ব্যক্তিজীবনে আমার এ শহরে অন্যতম আশ্রয়ের নাম। মৃত্যু অনিবার্য। এটা জেনেও কিছু কিছু মৃত্যুকে আমরা ভীষণ আফসোসের কাতারে রাখি। আরও ক’টা বছর এ কিংবদন্তি আমাদের সঙ্গে থাকলে বাংলা গান আরও সমৃদ্ধ হতো। আধুনিক বাংলা গানের একটা গোটা অধ্যায় রচিত করে গেছেন তিনি। সেই মহান মানুষটিকে স্মরণে রেখে তার পরিবারের কিছু কথা আমার এ অনুষ্ঠানের মাধ্যমে তার লাখো কোটি ভক্তরা জানুক। আশা করছি, গানপাগল এই ভক্তদের জন্য আয়োজনটি বিশেষ হবে।’ আইয়ুব বাচ্চু মারা যাওয়ার পর এরই মধ্যে তার গান সংরক্ষণের জন্য রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হয়েছে। তৈরি হয়েছে ডিজিটাল মিউজিয়াম। তার স্মরণে নিজ জেলা চট্টগ্রামের সবচেয়ে ব্যস্ততম চত্বরে গড়ে উঠেছে গিটার ভাস্কর্য। অভাবনীয় জনপ্রিয়তার এ কিংবদন্তিকে নিয়ে সারা দেশের অগণিত ভক্তের কৌতূহল, ভালোবাসা, উন্মাদনা একইভাবে বর্তমান।
Discussion about this post