চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঠিকাদার কামাল হোসেন হত্যা মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র্যাব-৬। বুধবার রাতে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে আজ বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ র্যাব ক্যাম্পে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। প্রেস ব্রিফিংএ র্যাব জানায়, ঠিকাদার কামাল হোসেন হত্যার মামলার এজাহারভুক্ত আসামি মুন্সিগঞ্জ এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেসময় এজাহারভুক্ত আসামি রফিক, বিমান হোসেন, তরিকুল ইসলাম ও সাজ্জাদুর ইসলাম স্বপনকে গ্রেফতার করা হয়। তবে এখনও পলাতক রয়েছে মামলার প্রধান আসামি স্বাধীন। গত ৯ মে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে ফেলে রেখে যায় আসামিরা। সেখান থেকে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় পরদিন নিহতের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দাযের করে। জমি নিয়ে বিরোধের জের ধরেই তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় বলে প্রাথমিক ভাবে স্বীকার করেছে গ্রেফতারকৃতরা।
Discussion about this post