নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে দুইটি বাস ও ১টি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ৭ জন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল সোয়া ১১টার দিকে বনপাড়া-ঢাকা মহাসড়কের বনপাড়া গাজী অটো রাইস মিলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে নিহতের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের পাইকের দোল গ্রামের শাজাহান হোসেনের ছেলে কাউসার (১৮) এবং মেয়ে সাদিয়া (১২)। এই ঘটনায় নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী ন্যাশনাল ট্রাভেলস পরিবহন ও নাটোর থেকে ঢাকা গামী সিয়াম পরিবহন এবং ঘটনাস্থলে দাড়িয়ে থাকা একটি ট্রাকের ত্রিমূখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী ও ৬ জন পুরুষ নিহত হয়। এই ঘটনায় আরো অন্তত ৫০ জন আহত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। ফায়ার সার্ভিস রাজশাহী রেঞ্জের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, নিহতের মধ্যে যাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তারা সম্পর্কে ভাইবোন। তারা তাদের মায়ের সাথে যাচ্ছিলেন। তবে তাদের মা অক্ষত রয়েছে। তারা সিয়াম পরিবহনের যাত্রী ছিলেন।
Discussion about this post