বিনোদন ডেস্ক: টাকাই নাকি ‘বলিউড খিলাড়ি’ অক্ষয় কুমারের জীবনের মূলমন্ত্র! এমন কথা অনেকেই বলেন। অক্ষয় নাকি টাকা ছাড়া আর কিচ্ছু বোঝেন না। সে কারণেই হাতের কাছে যে ছবি পান, সেটাই করেন। যে বিজ্ঞাপনের প্রস্তাব পান, সেটাই নিয়ে নেন। কতটা সত্যি এই অভিযোগ? সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অক্ষয় কুমার বলেছেন তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ প্রসঙ্গে। অভিনেতার কথায়, তার জীবনে তিনটি মূল শব্দ আছে। হিন্দিতে তিনি বলেন, ‘কাম, কামায়ি, করম’। বাংলায় যার অর্থ, কাজ-রোজগার-কর্ম। অক্ষয়ের কথায়, ‘আমি মন প্রাণ দিয়ে কাজ করি। যত বেশি সম্ভব কাজ করি। কারণ তাতে বেশি রোজগার হয়। যে প্রস্তাব আসে কোনোটা ফেরাই না। যেমনই সিনেমা হোক না কেন, যেমনই চরিত্র হোক না কেন, যেমন বিজ্ঞাপন হোক না কেন, সব করি। কারণ এতে রোজগার বাড়ে।’ তাহলে কি সত্যিই অক্ষয় কুমার টাকা ছাড়া আর কিছু বোঝেন না? এ প্রসঙ্গে নায়ক বলেন, ‘গত কয়েক বছরে আমি সবচেয়ে বেশি ট্যাক্স দিয়েছি। তারপর যে অর্থ থাকে সেখান থেকে ১০ ভাগ ভালো কাজে দান করি। টাকার জন্য এই পরিশ্রম শুধু নিজের জন্য নয়, অন্যের জন্যও। অক্ষয় বলেন, ‘আজ যদি আমি ভাবি, একটু কম কাজ করব, কম ছবি করব, কম বিজ্ঞাপন করব, তাহলে অন্য কাজে আমার টাকা দেওয়ার পরিমাণও কমে যাবে। যে কর্ম আমি করব বলে ভাবি, সেটার মাত্রা কমে যাবে। কাজেই, রোজগার করতে হলে কাজের কোনো বিকল্প নেই।’
Discussion about this post