বিশেষ প্রতিনিধি: সময় নিউজ 24 ডটকম এর ঢাকায় কর্মরত স্টাফ রিপোর্টার,ফটোসাংবাদিক ও বিশেষ প্রতিনিধিদের সাথে দ্বিতীয় দাপে বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকাল ৪টায় রোকেয়া ম্যানশন ৩৬, পুরানা পল্টন লাইন, ভিআইপি রোড, ৬ষ্ট তলায় সময় নিউজ 24 ডটকম কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দেওয়ান মশিউর রেজা চৌধুরী ঢাকায় কর্মরত স্টাফ রিপোর্টার,ফটোসাংবাদিক ও বিশেষ প্রতিনিধিদের পরিবারের সকল সদস্যদের খুজ খবর নেন। পরে সময় নিউজ 24 ডটকম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় ইংল্যান্ড থেকে অনলাইনে যুক্ত হন দেওয়ান মশিউর রেজা চৌধুরী’র সহধর্মিণী গাজী হুসনেআরা চৌধুরী সামিয়া । পরে সময় নিউজ 24 ডটকম এর বিভিন্ন বিষয় নিয়ে মতপ্রকাশ করেন, সময় নিউজ 24 ডটকম এর রকির উদ্দিন দাউদ, রাসেল আহমেদ, সজল অলমিক, নাজমুল হক, সুনিয়া চৌধুরী, জান্নাতোল ফেরদৌস মুমু, মারিয়া হোসাইন,ফারজানা আক্তার রিতা, সুমাইয়া আক্তার, ফাতেমা রতুল, তৈয়বুর রহমান, মনির হোসেন,মামুন মিয়া,মোঃ মোজাম্মেল হক, শান্তনু মল্লিক, মোঃ মাহবুবুল আলম প্রমুখ।
Discussion about this post