বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল—চুপিসারে বিয়ে সেরেছেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বর ‘ফ্যামিলি ম্যান’-খ্যাত পরিচালক রাজ নিদিমরু। এবার সেই গুঞ্জনেই সিল মোহর লাগালেন সামান্থা নিজেই। প্রকাশ্যে আনলেন নিজের দ্বিতীয় বিয়ের খবর।বলিউড সূত্রের তথ্য, রোববার রাতে ব্যক্তিগত বিমানে মাত্র ৩০ জন ঘনিষ্ঠজনকে নিয়ে মুম্বাই থেকে কোয়েম্বাটুরের উদ্দেশে উড়াল দেন রাজ ও সামান্থা। পরদিন সোমবার সকালে ভৈরবী মন্দিরে দুই পরিবারের কিছু আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুর উপস্থিতিতে নিয়ম মেনে সিঁদুরদান ও মালাবদলে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।এর আগে দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে প্রায় এক দশকের সম্পর্ক ও বিয়ে ভেঙে যায় মাত্র এক বছরের মাথায়। ঘনিষ্ঠ সূত্রের দাবি, সেই অভিজ্ঞতার কারণেই দ্বিতীয়বার বিয়েতে গোপনীয়তা বজায় রেখেছিলেন সামান্থা।অন্যদিকে, এটিও রাজ নিদিমরুর দ্বিতীয় বিয়ে। ২০১৫ সালে প্রথম স্ত্রী শ্যামলী দের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও ২০২২ সালে তাদের দাম্পত্যে বিচ্ছেদ ঘটে।বিয়ের আয়োজনে সামান্থা ছিলেন ঐতিহ্যবাহী রূপে—লাল টুকটুকে বেনারসি শাড়ি, মানানসই দক্ষিণী সোনার গয়না, হাতে মেহেদি আর সিঁথিতে সিঁদুর। আর বর রাজকে দেখা গেছে সাদা পাঞ্জাবি–পাজামার সঙ্গে আইভরি নেহরু কোটে।বিয়ের অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সামান্থা। ক্যাপশনে শুধু লিখেছেন— “১ ডিসেম্বর”। আর সেই ছবির নিচেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।























































Discussion about this post