ঢাকা:চব্বিশের গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ১২৮ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া অভিযুক্ত আরও ৩০০ জনকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া চলছে।রোববার (২০ জুলাই) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে অংশীজনদের সঙ্গে তফসিল সংক্রান্ত চূড়ান্ত সভা শেষে এ তথ্য জানানো হয়।সভায় ছাত্রলীগের বিচার নিশ্চিত করার বিষয়ে জানানো হয়, তথ্যানুসন্ধ্যান কমিটির তদন্তের আলোকে ১২৮ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আরও অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।এছাড়া শাহবাগ থানায় দুটি মামলায় অভিযুক্ত তিন শতাধিককে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান। সেইসঙ্গে বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ে ছাত্রলীগের বিভিন্ন কমিটির অভিযুক্তদের চিহ্নিত ও আইনের আওতায় আনার প্রক্রিয়াও চলমান রয়েছে।প্রথম দফায় ২৫ জুন পর্যন্ত মাত্র ৬টি অভিযোগ পড়েছে। এরপর অভিযোগ জমাদানের জন্য ৩১ জুলাই পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।
Discussion about this post