ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তৃতার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এরপর হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরে নিজের শারীরিক সবশেষ অবস্থার কথা জানান তিনি। এ সময় তিনি প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন। আজ রোববার (২০ জুলাই) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করা পোস্টে তিনি লিখেছেন, গতকাল সোহরাওয়ার্দী উদ্যানের সভা মঞ্চে অসুস্থ হওয়ার পর মাননীয় প্রধান উপদেষ্টা আমার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন এবং তার প্রেস সচিবকে হাসপাতালেও পাঠিয়েছেন। তিনি আরও লিখেন, আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তার এই সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তাকে উত্তম জাযা দান করুন। আমীন।
Discussion about this post