স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারে পারিবারিক কলহের জেরে সুব্রত বিশ্বাস (৩৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৫টার দিকে পূর্ব নয়াটোলা এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, বিকেলে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর সুব্রত নিজের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। অনেকক্ষণ সাড়া-শব্দ না পেয়ে পরিবারের লোকজন হাতিরঝিল থানা পুলিশের সহায়তায় দরজা ভেঙে দেখতে পান, তিনি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছেন। পরে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। সুব্রত বিশ্বাস বরিশালের উজিরপুর উপজেলার সাহেবের হাট গ্রামের সুকুমার বিশ্বাসের ছেলে। তিনি মগবাজারের পূর্ব নয়াটোলায় ভাড়া বাসায় থাকতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
Discussion about this post