ঢাকা:ঈদুল ফিতরের তৃতীয় দিনেও প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছে নগরবাসী। আবার ব্যক্তিগত কাজে রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকেই।আজ মঙ্গলবার (১ এপ্রিল) ছিল ঈদের দ্বিতীয় দিন। এদিনও অতিরিক্ত ভাড়া নিলেও গতকাল থেকে স্বাভাবিক ভাড়া টিকিট বিক্রি করছে দূরপাল্লার বাস কাউন্টারগুলো। তবে কিছু জায়গায় এখনো নিচ্ছে অতিরিক্ত ভাড়া। আজ সকাল পর্যন্ত যাত্রী সংকট না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর সংখ্যা কমে যাচ্ছে বলে জানায় কাউন্টারগুলো। এছাড়া সদরঘাট ও বিভিন্ন বাস টার্মিনাল এবং কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায় একই চিত্র।এই লম্বা ছুটিতে এখনও অনেকে রওনা দিচ্ছেন বাড়ির পথে। অনেকে আবার পরিবার নিয়ে সময় কাটাতে আর প্রকৃতির খোঁজে ঢাকার বাহিরে যাচ্ছেন ঘুরতে। কেউ আবার ঢাকায় ফিরছেন।ঈদযাত্রা নিয়ে যাত্রীরা বলেন, ভোগান্তি এড়াতে ঢাকা ছাড়ছেন তারা। জরুরি কাজে আর ভোগান্তি এড়াতে ছুটির আগেভাগে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা।এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর ছুটি বেশি হওয়াতে সাধারণ মানুষ ধীরে ধীরে ঢাকা ছাড়ছে এখনও। তবে তাদের দাবি, পর্যাপ্ত লঞ্চ থাকার পরও যাত্রীর সাড়া পাচ্ছে না। ভোর ৬টা থেকে ৮টা অবধি যাত্রীর সংখ্যা কিছুটা দেখা পেলেও সকাল ১০টার পর থেকে একদমই ফাঁকা থাকে সদরঘাট। এছাড়া কমলাপুর রেলস্টেশনে গিয়েও দেখা গেছে এমন দৃশ্য। কেউ ফিরছেন আবার কেউ পরিবার পরিজন নিয়ে ঢাকার বাইরে যাচ্ছেন।
Discussion about this post