বিশেষ প্রতিনিধি: অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলের সরকারি কর্মচারী মোঃ হানিফ মিয়ার (৪০) মৃত্যু হয়েছে। বুধবার (০১ মে)দুপুর ১টার দিকে অচেতন অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের সহকর্মী ঢাকা মেডিকেল জরুরী বিভাগের (সর্দার)মোঃ সহিদ মিয়া জানান, নিহত ঢাকা মেডিকেল কলেজহাসপাতালের পুরাতন ভবনের তৃতীয় তলায়(কেবিন ব্লকে) কর্মরত ছিল,গতকাল রাতে ডিউটি শেষে সকালের দিকে বাসায় ফিরে যায় হানিফ, এবং গোসলও করে বাসায়, হঠাৎ দুপুরের দিকে অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে পড়লে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার পুরান গাউদ্দিয়া গ্রামের নুরুল হক হাজীর সন্তান।বর্তমানে,রায়েরবাগ এলাকায় ভাড়া থাকত। নিহত এক মেয়ে দুই ছেলের জনক ছিলেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তিনি জানান আমরা জানতে পেরেছি অতিরিক্ত গরমের কারণে তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তে প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।
Discussion about this post