হাতীবান্ধা(লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় শালি-দুলাভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন। রবিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জন ও শনিবার সন্ধ্যায় ১ জনের মৃত্যু হয়। পুলিশ জানান, শনিবার সকালে বুড়িমারী স্থল বন্দর থেকে ছেড়ে আসা একটি বালু বোঝাই ট্রাক পাটগ্রাম উপজেলার দিঘীরহাট এলাকায় যাত্রীবাহী ভ্যানে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালকসহ গুরুতর আহত হয় ৫ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার ধুবনী গ্রামের বাসিন্দা আব্দুল কাইয়ুম (৭০) ও রবিবার সকালে হাতিবান্ধার গড্ডিমারী গ্রামের হানিফ আলীর স্ত্রী জুলেখা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়। আব্দুল কাইয়ুম ও জলেখা বেগম সম্পর্কে শালি-দুলাভাই। হাতীবান্ধা হাইওয়ে থানার ইনচার্জ আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Discussion about this post