রাবি প্রতিনিধি: মদপান করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নগরীর মতিহার থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে। মৃত শিক্ষার্থীর নাম মাসুরুর মুহিত। ২৩ বছর বয়সী মুহিতের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মুকুন্দগাতী গ্রামে। নগরীর তালাইমাড়ীর বিএসবি ছাত্রাবাসে থাকতেন তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন তুহিন বলেন, মদপানে রুয়েটের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে অতিরিক্ত মদপানে নাকি ভেজাল মদপানে তার মৃত্যু হয়েছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট এলে বিষয়টি জানা যাবে।
Discussion about this post