বিনোদন ডেস্ক: ঢালিউডের লাস্যময়ী অভিনেত্রী পরীমনি। সম্প্রতি নানাকে হারিয়েছেন তিনি। এখনো নানা হারানোর শোক পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি এই অভিনেত্রী। তবে এর মাঝেই সুখরব দিলেন পরী। নতুন উদ্যমে কাজে ফিরেছেন এই অভিনেত্রী। কয়েকদিন আগেই কসমেটিকস রিটেইল চেইন ‘রিমার্ক’-এর শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। এই ব্র্যান্ডের হয়ে আগামী দুই বছর বিভিন্ন প্রচারণায় অংশ নেবেন তিনি। আজ বৃহস্পতিবার ফের সুখবর দিলেন পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে পরী জানান, ‘সানবিট’ এর শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। পরীমনি লেখেন, আমেরিকান ডিশওয়াশিং সল্যুশন ব্র্যান্ড, ‘সানবিট’-এর সাথে যুক্ত হতে পেরে আমি সত্যিই আনন্দিত। তিনি লেখেন, বাংলাদেশের প্রথম ইজি পাম্প ডিস্পেন্সার ও ম্যাজিক স্কুইজ ফিচার সম্বলিত ডিশওয়াশ ব্র্যান্ড ‘সানবিট’- এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে আমি আমার প্রিয় ভক্তদের কাছে পৌঁছে দিতে চাই ডিশওয়াশের সেরা সব সল্যুশন।
Discussion about this post