কেরানীগঞ্জ প্রতিনিধি: রাজধানীর সন্নিকটে কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন লেগে চারজনের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ৪টার দিকে কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। মৃতরা হলেন-সৌদি প্রবাসী মিলনের স্ত্রী জেসমিন রাত্রী (৩০), তার মেয়ে ঈসা আক্তার (১৩), সোহাগ মিয়ার স্ত্রী মিনা আক্তার (২৪) ও তার মেয়ে তাইয়েবা ( ২)। স্থানীয় মেহেদী হাসান বলেন, ‘আগুন লাগার পরেই আমরা ফায়ার সার্ভিসকে খবর দিই।’ তবে ফায়ার সার্ভিস এলেও পানি সংকটের কারণে বিপাকে পড়ে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নেভানোর জন্য কেরানীগঞ্জের ২টি, সদরঘাটের ২টি এবং ঢাকা হেডকোয়ার্টারের ২টি ইউনিট কাজ করে। কেমিক্যালের গোডাউন হওয়ার কারণে আগুন নেভাতে অনেক কষ্ট হয়েছে। আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুনুর রশীদ বলেন, ‘এ ঘটনায় শিশুসহ ৪ জন মারা গেছে। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
Discussion about this post