বিনোদন ডেস্ক: একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য এক বছর পূর্ণ হলো। তাই দিনটি ঘিরে উৎসব উৎসব আমেজ ছিল পরীমণির মনে। আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন কী কী করবেন। যদিও রাজ্যর বাবা শরিফুল রাজের অনুপস্থিতি কিছুটা ভুগিয়েছে কিন্তু কোনো কিছুরই কমতি রাখেননি পরীমণি। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে পদ্মফুলের থিমে সেজেছিল মঞ্চ। থিমের সঙ্গে মিলিয়ে পোশাক পরেন মা ও ছেলে। রাত সাড়ে ৯টায় ছেলেকে নিয়ে অনুষ্ঠানে হাজির হন পরীমণি। এক বছরের রাজ্যকে ভালোবাসা জানাতে শোবিজ অঙ্গনের তারকাদের পাশাপাশি পরীমণির আত্মীয়স্বজনও হাজির হয়েছেন এই আয়োজনে। পুরো আয়োজনে কত খরচ করেছেন পরীমণি জানালেন সে কথাও। জন্মদিনের অনুষ্ঠানে প্রায় ১৫ লাখের (১৪ লাখ ৮০ হাজার) মতো খরচ করেছেন অভিনেত্রী। পরীমণি বলেন, ‘অনেক কষ্ট করে এই টাকা জোগাড় করেছি। অনুষ্ঠানের জন্য রাজ্যর বাবা পাশে থাকলে এত কষ্ট নিতে হতো না আমাকে।’ তিনি আরও বলেন, ‘রাজ্যর প্রথম জন্মদিন পালন করার উদ্দেশ্যে প্রতি মাসেই নির্দিষ্ট পরিমাণ টাকা জমিয়েছি আমি। সেই টাকা দিয়ে বাবুর জন্মদিন পালন করছি। রাজ্যর জন্মের পর থেকেই এই উদ্যোগ নিয়েছিলাম। প্রথম দিকে এই উদ্যোগের সঙ্গে রাজ্যর বাবাও যুক্ত ছিল, কিন্তু পরে তো যা হওয়ার তাই হলো। সে চলে গেল। বাবুর প্রথম জন্মদিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। কিন্তু পরিপূর্ণভাবে সেটি আর হলো না।’ আক্ষেপ থাকলেও পেশাগত জীবনের ব্যস্ততায় ভুলতে চান ব্যক্তিগত তিক্ততা। ওজন কমিয়ে খুব শিগগির ফিরবেন নিজের চেনা গণ্ডিতে। জানা গেছে, অচিরেই কলকাতা ও বাংলাদেশ মিলে বড় বাজেটের অন্তত তিনটি ছবির ঘোষণা আসতে পারে। এ বিষয়ে পরিমণি বলেন, ‘কাজ তো করতেই হবে। কলকাতা–বাংলাদেশ মিলেই করব। বেশ কয়েক জায়গায় কথা হয়েছে। বলতে পারেন, মোটামুটি চূড়ান্ত। কিন্তু এখনই বলা যাবে না। কয়েকজন প্রযোজক তো রাজ্যর জন্মদিনেই ঘোষণা দিতে চেয়েছিলেন। কিন্তু আমি রাজি হইনি এখনো। কারণ, এটি বাবুর প্রথম জন্মদিন। রাজ্যর প্রথম জন্মদিনের আনন্দকে ভাগাভাগি করতে চাচ্ছি না।’ মজার ছলে তিনি আরও বলেন, ‘বাবুর জন্মদিনে ঘোষণা না হলেও পরপরই ঘোষণা হবে। দাঁড়াও, সবার ভাত মারতে আসছি। হা হা হা…।’
Discussion about this post