ডেস্ক রিপোর্ট: তালেবানের সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের তুলনা করে তীব্র তোপের মুখে পড়েছেন ভারতের জনপ্রিয় কবি ও গীতিকার জাভেদ আকতার। তার মন্তব্যের জন্য করজোড়ে ক্ষমা চাইতে বলেছেন বিজেপি নেতারা।সোমবার (৬ সেপ্টেম্বর) মুম্বাইয়ে তার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। আরএসএসের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে শিব সেনাও।গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তালেবানের সঙ্গে আরএসএসের কর্মকাণ্ডের মিল আছে বলে মন্তব্য করেন ভারতের জনপ্রিয় গীতিকার জাভেদ আকতার। তিনি বলেন, তালেবানের কাজ নিন্দনীয়, কিন্তু যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে সমর্থন করে তারাও একই মতাদর্শে বিশ্বাসী।এমন মন্তব্যের পরপরই ভারতজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন জাভেদ আকতার। সোমবার মুম্বাইয়ে তার বাসার সামনে বিক্ষোভ করেছে বিজেপি সমর্থকরা। তার বক্তব্যের বিরোধীতা করে বিজেপি নেতারা বলছেন, জাভেদ আকতারের উচিত দ্রুত ক্ষমা চাওয়া। অনেকে আবার মহারাষ্ট্রে জাভেদ পরিবারের কোনো চলচ্চিত্র দেখানো হবে না বলেও হুঁশিয়ার দিয়েছেন। এদিকে জাভেদ আকতারের মন্তব্যের নিন্দা জানিয়েছে মহারাষ্ট্রের ক্ষমতাশীন দল শিব সেনা। তাদের দলীয় মুখপাত্র সামনায় দলটি জানায়, তালেবানের সঙ্গে আরএসএস এর তুলনা একেবারেই ভুল। আরএসএস কিংবা শিব সেনা হিন্দুত্বের নামে কোনো অন্ধ কর্মকাণ্ড সমর্থন করে না বলেও উল্লেখ করা হয়।রাষ্ট্রীয় স্বয়ংসবেক সংঘ বা আরএসএস একটি কট্টরপন্থী হিন্দু জাতীয়তাবাদী সংগঠন। ১৯২৫ সালে নাগপুরে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি।
Discussion about this post