গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের সরকারি বাসভবনে আনুমানিক সন্ধ্যা সাত ঘটিকার সময় ইকবাল (২৫) নামের এক চোর চুরি করতে ঢুকলে টহলরত আনসার সদস্য মোঃমহিবুল্লাহ দেখতে পেয়ে চোরকে ধাওয়া করে ধরে ফেলে ক্যাম্পে জানালে বাকি আনসার সদস্যরা একত্রিত হয়। মোঃইকবাল গলাচিপা পৌরসভার ৯ নং ওয়ার্ডের ছাগল কান্দার মোঃকামাল হোসেন এর ছেলে। এ সময় চোরের কাছ থেকে ২ পোটলা গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয় উপজেলা পরিষদ চত্বর আনসার ক্যাম্প কমান্ডার মোঃ আবুল কালাম গণমাধ্যমকে জানান, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের সরকারি বাসভবনে চোরের উপস্থিতি টের পেয়ে আনসার সদস্য মোঃমহিবুল্লাহ চোরকে ধাওয়া করে ধরে, পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোঃমহিউদ্দিন আল হেলালকে জানালে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠান। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্তকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা জরিমানা করে জেল হাজতে প্রেরন করেন।
Discussion about this post