জায়েদ আহমেদ মনি(মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মো. নাঈম (১৪) নামে এক মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছে। গত ৫ অক্টোবর ২০২২ইং তারিখ রাত ১০ ঘটিকায় বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। নাঈম শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের ভাড়াউরা চা বাগানের ড্রাইভার মোঃ আইনুদ্দিনের ছেলে। সে মাদরাসার ছাত্র। নিখোঁজের ব্যাপারে ৬ অক্টোবর নাঈমের বাবা থানায় একটি সাধারণ ডায়ারি (জিডি) দায়ের করেছেন। এ ব্যাপারে এসআই আলাউদ্দিন বলেন, নিখোঁজ মাদরাসাছাত্র নাঈমের খোঁজে পুলিশ তৎপর রয়েছে। এদিখে নিখোঁজ নাঈমের বাবা আইনুদ্দিন বলেন, মোবাইলে অচেনা নাম্বার থেকে একটি কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে অজ্ঞাত ব্যক্তি ছেলেকে ফিরে পেতে হলে টাকা দিতে হবে বলে জানায়। সেই বিষয় গুলোও তিনি পুলিশ প্রশাসন-কে অবগত করেছেন বলেও জানান। তিনি তার ছেলের সন্ধান না পেয়ে হত্যাশা প্রকাশ করেছেন। তিনি তার ছেলেকে ফিরে পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
Discussion about this post