পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাক চাপায় মো. রাজু (৩২) নামে এক পাথর ব্যবসায়ীর মৃত্যু হয়েছ। মঙ্গলবার বিকেলে পঞ্চগড়-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কের সর্দারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজুর বাড়ি দিনাজপুরে। তিনি তেঁতুলিয়ার সর্দারপাড়ায় শ্বশুর আবু তাহের মজনুর বাড়িতে থেকে পাথর ব্যবসা করেন বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে রাজু তার শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেলে তেঁতুলিয়া যাচ্ছিলেন। বাড়ি থেকে পঞ্চগড়-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে উঠার সময় তেঁতুলিয়া থেকে বাংলাবান্ধাগামী একটি খালি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, তেঁতুলিয়ার সর্দারপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ওই মোটরসাইকেল আরোহী মারা যান। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
Discussion about this post