স্টাফ রিপোর্টার: শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল ডেমরা রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে দশটার দিকে মৃত ঘোষণা করেন। সিদ্দিক আলীকে উদ্ধার করে নিয়ে আসা প্রতিবেশী মো. তোফাজ্জল হোসেন বলেন, নিহত সিদ্দিক পেশায় ট্রাকের হেলপার। একটি ট্রাক ব্যাক গিয়ারে ঘোরানোর সময় চাপা পড়েন সিদ্দিক। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। নিহতের পূর্ণাঙ্গ ঠিকানা এখনও পাওয়া যায়নি।
Discussion about this post