ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হওয়া তিতাস কমিউটার ট্রেনের বগিটি পাঁচ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ডাউন লাইনে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাকবলিত বগি উদ্ধারের পর ওই রুটে ট্রেন চলাচল শুরু হয় বলে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. নাজমুল হোসেন।তিনি জানান, দুপুরে ঢাকা থেকে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনটি তালশহর স্টেশনে আসার পর ইঞ্জিন লাগোয়া প্রথম বগিটি লাইনচ্যুত হয়। এ কারণে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।পরে আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে বগি উদ্ধারের কাজ শুরু করে। প্রায় পাঁচ ঘণ্টা পর বগিটি সরিয়ে নেওয়া সম্ভব হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
Discussion about this post