মেহেরপুর প্রতিনিধি: হেরোইন রাখার অভিযোগে ইউনুস আলী নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। আজ রবিবার দুপুরের দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন। সাজাপ্রাপ্ত ইউনুস আলী মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল গ্রামের ইসাহক মন্ডলের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ২৪ শে মার্চ গাংনীর র্যাব-৬ এর কর্পোরাল শামসুল হকের নেতৃত্বে র্যাব-৬ এর একটি দল গোপন সূত্রে খবর পেয়ে গাংনী উপজেলার খাসমহল গ্রামে ইউনুস আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় ইউনুস আলীর ঘর তল্লাশি করে ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করেন। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ২৫। জি আর কেস নং ১৯৫/১২, সেশন কেস নং ৮৪/১৩। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার তৎকালীন এস আই টিপু সুলতান মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১৪ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি ইউনুস আলী দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডাদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌশলী ছিলেন অতিরিক্ত পিপি কাজি শহীদ এবং আসামিপক্ষের কৌশলী ছিলেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন।
Discussion about this post