ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে এখন থেকে আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না। নাগরিকদের হয়রানি ও ভোগান্তি কমাতে এই বাধ্যবাধকতা তুলে দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে বিষয়টি চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে সংস্থাটি।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।তিনি বলেন, ‘নাগরিকদের হয়রানি কমাতে এনআইডি হারালে জিডি করার প্রয়োজনীয়তা তুলে দেওয়া হয়েছে। এছাড়া এনআইডি সেবা কীভাবে আরও সহজ ও নাগরিকবান্ধব করা যায়, সে বিষয়েও পরিকল্পনা রয়েছে।’এছাড়া গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে জমা পড়া প্রায় সাড়ে নয় লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছে ইসি।সবশেষ হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন ও হিজড়া ভোটার ১ হাজার ২৩০ জন।
Discussion about this post