ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, এ বৈঠকের মাধ্যমে দলগুলো একটি জায়গায় আসতে পেরেছে। তবে সুনির্দিষ্টভাবে অনেকগুলো বিষয়ে একমতে পৌঁছানো যায়নি। প্রধানমন্ত্রীর মেয়াদ, সংসদের উচ্চ কক্ষ, রাষ্ট্রের মূলনীতি, নারী প্রতিনিধিত্ব নিয়ে অমীমাংসিত দিকগুলো আলোচনা হবে। দলগুলোর প্রতি ছাড় দেওয়ার মানসিকতা আনার জোর অনুরোধ জানাচ্ছি। রোববার (২২ জুন) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের সংলাপের স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গত কয়েক দিনের আলোচনায় কিছু বিষয় অমীমাংসিত রয়েছে। তার মধ্যে রয়েছে উচ্চকক্ষ গঠন, উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে? নারীদের প্রতিনিধিত্ব কিভাবে হবে? রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কী হবে? এই বিষয়গুলো নিয়ে আমরা এক জায়গায় আসতে পারিনি। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দলগুলো নিজেদের নীতি নির্ধারণী পর্যায়ে যাতে আলোচনা করার সুযোগ পায়, সে জন্য আগামী দুই দিন বিরতি দিয়ে ফের বৈঠক শুরু হবে। অর্থাৎ সোম- মঙ্গলবার মুলতবি দিয়ে বুধবার শুরু হবে বৈঠক।
Discussion about this post