সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের সড়ক দূর্ঘটনার এক যুবককে মৃত্যু হয়েছে ও একজন আহত হয়েছেন। নিহতের নাম আব্দুস সালাম(৩৫)। তিনি জেলার ছাতক উপজেলার বড়কাপন গ্রামের আলাউদ্দিনের ছেলে। নিহত সালাম ছাতক উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংক ছাতক শাখার মাঠ সহকারী হিসেবে কর্মরত ছিলেন। এঘটনায় তার ভাতিজা সাদিক (২০) গুরুত্ব আহত হয়েছেন। রবিবার সকাল ১০টায় সুনামগঞ্জ -সিলেট সড়কের বড়কাপন এলাকায় দুর্ঘটনা ঘটে পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার বড় কাপন নিজ বাড়ি থেকে সকালে আব্দুস ছালাম ও তার ভাতিজা সাদিককে (২০) সঙ্গে নিয়ে কর্মস্থলে যাওয়ার পথে সুনামগঞ্জ-সিলেট সড়কের ভোকারভাঙ্গা সেতুতে ওঠার সময় সেতুর ওয়ালে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পর স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত্যু ঘোষণা করেছেন। ছাতক থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
Discussion about this post