ঢাকা: প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে ১৪ দিনের সফরে উত্তর আমেরিকার দেশ কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে তিনি ঢাকা ত্যাগ করবেন বলে জানিয়েছেন সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম।নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. শাহ আলমের স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ থেকে জানা গেছে, কানাডা থেকে আগামী ১৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন সিইসি। এবারের সফরে তার সঙ্গে থাকবেন লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির। সিইসি সেখানে ভোটার কার্যক্রম উদ্বোধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম দেখবেন।কানাডায় অবস্থানকালে সিইসি আগামী ৫ থেকে ১২ সেপ্টেম্বর ভোটার নিবন্ধন কার্যক্রম ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম টরন্টো এবং অটোয়ায় পরিদর্শন করবেন। এরপর ব্যক্তিগত কাজে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভেনকুভারে অবস্থান করবেন তিনি।উল্লেখ্য, বর্তমানে বিশ্বের ১০টি দেশের মোট ১৭টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি।দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, কুয়েত, যুক্তরাজ্য, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, জাপান এবং কানাডা। এসব দেশ থেকে প্রায় ৫০ হাজারের মতো আবেদন এসেছে।
Discussion about this post