স্পোর্টস রিপোর্ট: আগামী মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের মাটিতে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন এই সিরিজকে সামনে রেখে সাকিব আল হাসানকে রেখে ১৬ সদস্যদের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে সোহানকেও রাখা হয়ে দলে স্কোয়াডে। ১৬ সদস্যের বাংলাদেশ দল: মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসরাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহীদুল ইসলাম ও শরীফুল ইসলাম।
Discussion about this post