ঢাকা: ২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলার বিষয়ে অন্তর্বর্তী সরকার দায়ী না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (১৫ মে) জাতীয় প্রেস ক্লাবে ‘গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল শীর্ষক আলোচনা সভায়’ তিনি এ কথা বলেন। গণমাধ্যমের ওপর জনগণের অনাস্থার বিষয় উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমগুলোকে বিগত সময় করা ভুলগুলো সাহসের সাথে স্বীকার করে জনগণের কাতারে এসে নতুনভাবে যাত্রা শুরু করতে হবে। নিরাপদ সাংবাদিকতার নিশ্চয়তা দেয়া সরকারের দায়িত্ব। ব্যক্তিগত মতাদর্শের প্রতিফলন নয়, সাংবাদিকতা হওয়া উচিত তথ্যনির্ভর। স্বচ্ছতা ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে দ্রুত সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ডের ব্যবস্থা করা হবে উল্লেখ করে তিনি বলেন- অতীতে ছাত্রলীগ নেতা, আওয়ামী সংসদসদস্যসহ দলীয় নেতারা এই কার্ডের মাধ্যমে সর্বোচ্চ অনৈতিক সুবিধা লুটেছে, যা রুখতে এবার শুধু প্রকৃত সাংবাদিকরাই এ কার্ড পাবেন।
Discussion about this post