ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ঘটনায় বিমানবন্দরের রানওয়ে শনিবার রাত ৯টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বিমান কর্তৃপক্ষ এ তথ্য জানায়।বিমান চলাচলে এ নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বহু ফ্লাইট বিপর্যয়ে পড়েছে।বিমানবন্দর কর্তৃপক্ষ সন্ধ্যায় জানিয়েছে, কার্গো ভিলেজে দুপুর সোয়া ২টার দিকে আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের ২৮টি এবং বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।রানওয়ে বন্ধ থাকায় একাধিক আন্তর্জাতিক ফ্লাইটকে গন্তব্য পরিবর্তন করতে হয়েছে। হংকং থেকে ঢাকাগামী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনের একটি ফ্লাইট ঢাকার আকাশে দীর্ঘ সময় চক্কর দেয়ার পরও অবতরণের অনুমতি না পেয়ে বাধ্য হয় অন্যত্র যাওয়ার জন্য প্রস্তুতি নিতে।অন্যদিকে, দিল্লি থেকে আসা ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট নামানো হয় কলকাতা বিমানবন্দরে। ব্যাংকক থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের এবং শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার ফ্লাইট অবতরণ করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলেও ব্যাঘাত ঘটে। সৈয়দপুর থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী ইউএস-বাংলার একটি ফ্লাইট উড্ডয়নের পরও রানওয়ে সমস্যার কারণে পুনরায় চট্টগ্রামে ফিরে যেতে বাধ্য হয়।ঢাকা থেকে ছাড়ার অপেক্ষায় থাকা বাটিক এয়ারের কুয়ালালামপুরগামী ফ্লাইট ও ইন্ডিগোর মুম্বাইগামী ফ্লাইট রানওয়ে ব্যবহার করতে না পারায় ট্যাক্সিওয়েতে দীর্ঘ সময় অপেক্ষায় ছিল।এদিকে কুয়েতের বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, শাহজালালের রানওয়ে খুলে না যাওয়া পর্যন্ত সেখান থেকে ঢাকাগামী কোনো ফ্লাইট ছাড়বে না।বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, রানওয়ে বন্ধ থাকা ও আগুনের ভয়াবহতার কারণে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। এখন পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসায় বিমান চলাচল স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে।বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য।সর্বশেষ জানা তথ্য মতে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ এ তথ্য জানান।তিনি জানান, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত রয়েছে। এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের মোট ৩৭টি ইউনিট কাজ করছে। শনিবার বিকেল ৫টার দিকে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম।
Discussion about this post