ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাহ আলম নামের এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণালংকার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম। সোমবার (১৫ আগস্ট) ভোরে এসব সোনাসহ ওই যাত্রীকে আটক করা হয়। ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিমের কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ভোরে এয়ার অ্যারাবিয়ার জি৯-৫১৪ ফ্লাইটে শাহ আলম শারজাহ থেকে ঢাকায় অবতরণ করেন। বিমানবন্দরের বোর্ডিং ব্রিজের সামনে আসলে তার আচরণ সন্দেহজনক মনে হয়। যাত্রী নিজের সঙ্গে সোনা থাকার কথাটি অস্বীকার করেন। পরে তাকে তল্লাশি করে কাস্টমস। এসময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ৭টি সোনার বার, সোনার চুড়ি, কানের দুল পাওয়া যায়। এগুলোর মোট ওজন ১ কেজি ২১৬ গ্রাম। যার বাজারমূল্য ৮৯ লাখ টাকা। কাস্টমস জানায়, আটক ওই যাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে মামলা দিয়ে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
Discussion about this post