বিনোদন ডেস্ক: সময়ের পরিক্রমায় তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটলেও একমাত্র সন্তান আব্রাম খান জয়কে ঘিরেই আজও শাকিব খান ও অপু বিশ্বাসকে প্রায়ই একসঙ্গে হন। এবার ছেলের ভবিষ্যৎকে কেন্দ্র করে দুজনকে আবারও এক হতে দেখা যাবে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা শাকিব খান ও অপু বিশ্বাসকে।সন্তানের উচ্চমানের শিক্ষা নিশ্চিত করতে জয়কে বিদেশে পড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। খুব শিগগিরই জয়কে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন অপু বিশ্বাস। জানা গেছে, সেখানকার একটি আন্তর্জাতিক স্কুলে ভর্তি করানো হবে জয়কে। এ বিষয়ে শাকিব খানের সঙ্গেও আলোচনা করেছেন অপু। অর্থাৎ সন্তানের ভবিষ্যৎ নিয়ে বাবা-মা দুজনেই একমত হয়েছেন।অপু বিশ্বাস সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।তিনি বলেন, “জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে। আমরা কিছুদিন সেখানে অবস্থান করব। আসলে এই সিদ্ধান্তটা জয়ের বাবার সঙ্গে আলোচনা করেই নিয়েছি। তবে বিষয়টি বাইরে কীভাবে এসেছে জানি না। আমি ব্যক্তিগত ব্যাপারগুলো নিজের মধ্যে রাখতেই পছন্দ করি।”উল্লেখ্য, ঢাকায় একই ইংলিশ মিডিয়াম স্কুলে শাকিব খান ও শবনম বুবলীর সন্তান বীরের সঙ্গে পড়াশোনা করত জয়। তবে পারিবারিক জটিলতা, আলোচিত সম্পর্ক ও নেতিবাচক খবরে বিরক্ত হয়ে কিছুদিন আগে সেই স্কুল থেকে জয়কে সরিয়ে নিয়েছিলেন অপু। এরপর থেকেই ছেলেকে দেশের বাইরে পড়ানোর পরিকল্পনা করেন তিনি।তবে জয় সিঙ্গাপুরে ভর্তি হওয়ার পর শাকিব–অপুর স্থায়ীভাবে সেখানেই বসবাসের কোনো পরিকল্পনা আছে কি না—সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি অপু। তিনি এটিকে সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় হিসেবে আড়ালেই রেখেছেন।
Discussion about this post