স্পোর্টস ডেস্ক: আইসিসির সবশেষ হালনাগাদ টি-টোয়েন্টি র্যাংকিংয়ে উন্নতি হয়েছে সাকিব আল হাসানের। বোলিং বিভাগে ৩ ধাপ এগিয়েছেন তিনি। এর ফলে সেরা দশজনের তালিকায় নাম লিখিয়েছেন সাকিব। তার রেটিং পয়েন্ট ৬২৮। আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে দুই বছর পর সেরা দশে জায়গা হলো সাকিবের। এর আগে আইসিসি কর্তৃক নিষেধাজ্ঞার কারণে এক বছর মাঠে নামতে পারেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার। তালিকার ১২ নম্বর থেকে ৯’এ উঠেছেন সাকিব। সাকিব ছাড়াও উন্নতি হয়েছে আরেক তরুণ তুর্কি শেখ মেহেদী হাসানের। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজ শুরুর আগে ৯১ নম্বরে ছিলেন তিনি। একলাফে উঠে এসেছেন র্যাংকিংয়ের ২৪ নম্বরে। মেহেদির রেটিং পয়েন্ট ৫৩৬। গেল এক সপ্তাহে হওয়া আন্তর্জাতিক ম্যাচগুলোর পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বুধবার (৮ সেপ্টেম্বর) র্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলছে এখন। সিরিজের ৩টি ম্যাচ ইতোমধ্যে মাঠে গড়িয়েছে। টাইগারদের হয়ে এই তিন ম্যাচেই সাকিব ও মেহেদী দারুণ বোলিং করেন। প্রথম ৩ ম্যাচে ৪টি করে উইকেট নিয়েছেন দু’জনই। আর এতেই র্যাংকিংয়ে চমক দেখান দুজনই। বোলিং র্যাংকিংয়ে সাকিবের পরেই আছেন আরেক স্বদেশী বোলার মুস্তাফিজুুর রহমান। মুস্তাফিজের অবস্থান ১০ নম্বরেঅলরাউন্ডারদের ক্যাটাগরিতে শীর্ষে আছেন সাকিব আল হাসান। যেখানে তার রেটিং পয়েন্ট ২৯১। আগের থেকে ৫ রেটিং পয়েন্ট বেড়েছে এই অলরাউন্ডারের।
Discussion about this post