কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে শরণার্থী ক্যাম্প থেকে বিদেশি পিস্তলসহ এক রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন। সোমবার (১৫ আগস্ট) গভীর রাতে টেকনাফের নয়াপাড়া শরণার্থী শিবিরের সি-ব্লকে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মো. হারুন (২৮) টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরের সি-ব্লকের ফজল আহম্মেদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক এডিআইজি হাসান বারী নুর। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের সি-ব্লকে জনৈক ব্যক্তির বসত ঘরে অপরাধ সংঘটনের উদ্দেশ্যে কতিপয় লোকজন অবস্থান করছে এমন খবর পাওয়া যায়। এসময় এপিবিএন সদস্যরা সন্দেহজনক বাড়িটি ঘেরা করলে ভেতর থেকে দরজা খুলে এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এতে ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। পরে এপিবিএন সদস্যরা আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। তিনি আরও জানান, আটক মো. হারুন সংঘবদ্ধ রোহিঙ্গা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে টেকনাফ থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post