ঢাকা: আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেয়ার দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজপথে অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শুক্রবার (১৬ মে) বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকদের কাকরাইলে সমাবেশ শুরুর কথা রয়েছে। পাশাপাশি জুমার নামাজের পর শুরু হবে গণঅনশন। তিন দফা দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছেন জবি শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দেয়া হয়েছে। চলবে না বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস পরীক্ষা। দাবি নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনের বিষয়ে জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. মোশাররফ হোসেন বলেন, আমরা টানা এখানে অবস্থান করার পরেও সরকারের পক্ষ থেকে কেউ দাবিগুলো মেনে নেবে তো দূরের কথা, আমাদের দেখতেও আসল না। তিনি আরও বলেন, আমাদের দাবি যতক্ষণ না মানা হবে, ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের সাথে নিয়ে এখানেই অবস্থান করবো। এক্ষেত্রে আমাদের কোনো শিক্ষক-শিক্ষার্থী কিংবা কারো জানমালের ক্ষতি হলে দায়ভার সম্পূর্ণ রাষ্ট্রকেই নিতে হবে।
Discussion about this post