আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, যে কোনো ধরনের আগ্রাসন দখলদার ইসরায়েলি শাসনব্যবস্থার ধ্বংসকে আরও ত্বরান্বিত করবে। ১৯৮২ সালে লেবাননে ইরানের জেনারেল হাজ আহমাদ মোতাওয়াসসেলিয়ান ও অন্যান্য কূটনীতিকদের অপহরণের ৪২তম বার্ষিকী উপলক্ষে আইআরজিসি এই বিবৃতি দেয়। এতে বলা হয়, ইসরায়েলি শাসনব্যবস্থা এবং তাদের সমর্থকদের এটা জানা উচিত যে, তারা শুধু অতীতের অপরাধ থেকেই রেহাই পাবে না, বরং তাদের যেকোনো আগ্রাসন ও বিশ্বাসঘাতকতা এই ভুয়া শাসনব্যবস্থার পতনকে দ্রুত নিয়ে আসবে। এর আগে শুক্রবার, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ১৯৮২ সালে লেবাননে অপহৃত কূটনীতিকদের ভাগ্য নির্ধারণে একটি তথ্য-অনুসন্ধানকারী দলের গঠনের আহ্বান পুনর্ব্যক্ত করে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অপহরণের ৪৩তম বার্ষিকী উপলক্ষে তারা মনে করিয়ে দিচ্ছে যে, ইসরায়েলি শাসনব্যবস্থাই ইরানি নাগরিকদের অপহরণ ও জিম্মি করার জন্য দায়ী এবং তারা এ বিষয়টি আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে জোরালোভাবে অনুসরণ করে যাচ্ছে। ১৯৮২ সালের ৪ জুলাই, তেহরানের দূতাবাসের সামরিক অ্যাটাশে আহমাদ মোতাওয়াসসেলিয়ান, লেবাননে ইরানি চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহসেন মোসাভি, দূতাবাসের কর্মকর্তা তাগি রাস্তেগার মোকাদ্দাম এবং ইসলামি প্রজাতন্ত্র বার্তা সংস্থা (আইআরএনএ)-র আলোকচিত্রী কাজেম আখাবান- এই চারজনকে ইসরায়েল-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী কর্তৃক অপহরণ করা হয়।
Discussion about this post