মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে মতিয়ার রহমান (৩২) নামে এক ইজিবাইক চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত ১০টার দিকে উপজেলার টেপড়া এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মতিয়ার উপজেলার রামনগর গ্রামের প্রয়াত মোজাহার আলীর ছেলে। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর এ আলম জানান, গতকাল রবিবার রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের টেপড়া বাসষ্ট্যান্ড থেকে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন যাত্রী উপজেলার ভাকলা যাওয়ার কথা বলে মতিয়ার রহমানের ইজিবাইকে উঠেন। কিছুদূর যাওয়ার পর পাওয়ার গ্রীড স্টেশনের সীমানাপ্রাচীরের কাছে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা চালকের ঘাড় ও বুকের পাজরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যান। রাত ১১ টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার করে। তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ জেলা সদরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের পাশ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি ও নিহতের ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে অথবা অন্য কোনো কারণে দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটাতে পারে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
Discussion about this post