কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় বাড়ির পাশের একটি ডোবার পানি সেচে মাছ ধরতে বাড়ি থেকে বিদ্যুৎ লাইনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনিসুল হক (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার মাসকা ইউনিয়নের বালীজুড়া (তরফপাড়া) গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত কৃষক আনিসুল হক বালীজুড়া (তরফপাড়া) গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুছ ছালাম বাঙ্গালী এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার বলছে, ঘটনার সময় বাড়ির পাশের একটি ডোবার পানি মটারের মাধ্যমে সেচে মাছ ধরতে বাড়ি থেকে ওই ডোবায় মটারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ করছিলেন আনিসুল হক। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্টে মারাত্মক আহত হলে স্থানীয় তাকে দ্রুত উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতালের চিকিৎসক ডা. উর্মি দে আনিসুল হককে মৃত ঘোষণা করেন। ডা. উর্মি দে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই আনিসুল হকের মৃত্যু হয়। কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের আত্মীয়-স্বজনের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Discussion about this post