স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজার ফ্লাইওভারের উপর দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় অজ্ঞাত (৮০)এক বৃদ্ধা নারী নিহত। বৃহস্পতিবার(৩০ নভেম্বর)মধ্যেরাতের দিকে এই দুর্ঘটনাটি ঘটে।পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে বারোটার দিকে মৃত ঘোষণা করে নিহতকে নিয়ে আসা মোঃ শাহাদাত হোসেন জানান, আমি রাতে মোটরসাইকেল চালিয়ে আমার বাসায় যাবার পথে মগবাজার ফ্লাই ওভারের উপরে এক বৃদ্ধ নারী রাস্তা পারের সময় আমার বাইকের ধাক্কায় গুরুতরআহত হন। পরে ওই নারীকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এই ঘটনায় বাইক চালককে জিজ্ঞাসা আমাদের জন্য পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে বলেও জানান তিনি। তিনি আরো জানান, নিহত বৃদ্ধা নারীর নাম পরিচয় এখনো জানা যায়নি তিনি ভবঘুরে প্রকৃতির ছিল। আমরা সিআইডি ক্রাইমসিন কে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলে জানান তিনি।
Discussion about this post