আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার পেরাক রাজ্যের গেরিক শহরের কাছে আজ সোমবার ভোরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন। পেন্ডিডিকান সুলতান ইদ্রিস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সঙ্গে একটি বহুমুখী যানবাহন- মিনিভ্যান (এমপিভি) সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত ১টা ১০ মিনিটে থাইল্যান্ড সীমান্তের কাছে ব্যস্ত ইস্ট-ওয়েস্ট হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। বাসটি তেরেঙ্গানুর জেরতেহ থেকে বিশ্ববিদ্যালয়ের তানজুং মালিম ক্যাম্পাসে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, এ সময় বাসটি উল্টে যায় এবং মিনিভ্যানটি খাদে পড়ে যায়। কিছু যাত্রী নিজেরাই বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হন, কেউ কেউ বাস থেকে ছিটকে পড়েন এবং অনেকেই ভেতরে আটকে পড়েন। পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের সহকারী অপারেশন ডিরেক্টর সাবরোদজি নর আহমেদের বরাতে জানা গেছে, বাস ও এমপিভিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৪২ জন ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চারজন মিনিভ্যানের যাত্রী এবং বাকি দু’জন বাসচালক ও সহকারী। হুলু পেরাক সিভিল ডিফেন্স ফোর্স জানায়, ঘটনাস্থলে ১৩ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও দু’জন মারা যান। আহত হয়েছেন অন্তত ৩৩ জন। কারও কারও হাত-পা ভেঙেছে, অনেকে পেয়েছেন হালকা আঘাত। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের একটি দল এক ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বাসের পেছনের অংশ কেটে হাইড্রোলিক টুল ব্যবহার করে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসটি নিয়ন্ত্রণ হারানোর আগে মিনিভ্যানের পেছনে ধাক্কা দেয়। দুর্ঘটনার কারণ হিসেবে চালকের অবহেলা না যান্ত্রিক ত্রুটি—তা নির্ণয়ে তদন্ত চলছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (ছাত্র বিষয়ক) অধ্যাপক নরখালিদ সালিমিন জানান, শিক্ষার্থীরা ঈদের ছুটি শেষে ব্যক্তিগতভাবে ভাড়া করা বাসে করে ক্যাম্পাসে ফিরছিলেন। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মি. রাজালি বলেন, ঘটনাস্থল ছিল বিশৃঙ্খল ও হৃদয়বিদারক। কেউ কাঁদছিল, কেউ আহত বন্ধুদের ‘শাহাদা’ পাঠ করাচ্ছিল, যদিও অনেকেই তখন মারা গিয়েছিল। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক ফেসবুক পোস্টে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং যথাযথ সহায়তার নির্দেশ দেন। তিনি বলেন, এই দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, জীবন খুবই মূল্যবান। আমাদের সড়কে আরও সতর্ক হতে হবে। দুর্ঘটনার পর উচ্চশিক্ষামন্ত্রী ড. জাম্ব্রি আবদ কাদির নিহত ও আহতদের পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
Discussion about this post