স্পোর্টস ডেস্ক:দ্বিতীয় টি২০-তে শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়ে সিরিজে সমতায় ফেরানোর পর বাংলাদেশের ব্যাটার শামীম হোসেন জানিয়েছেন, টাইগাররা এখন সিরিজ জয়ের লক্ষ্যেই খেলবে এবং তারা এ ব্যাপারে আত্মবিশ্বাসী।গতকাল রোববার (১৩ জুলাই) ডাম্বুলায় আগে ব্যাট করে বাংলাদেশ ১৭৭ রানে থামে। পরে লঙ্কানদের মাত্র ৯৩ রানে গুটিয়ে দেয় ১৫.২ ওভারে।ম্যাচ শেষে শামীম বলেন, ‘সবচেয়ে বড় কথা, আমরা ম্যাচটা জিতেছি। এখন সিরিজ ১-১ এ সমতায়, এই জয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এখন সিরিজ জয়ের সুযোগ আছে এবং যদি আমরা ভালো খেলি, ইনশাআল্লাহ জিতব।’বাংলাদেশের সংগ্রহের ভিত্তি গড়ে দেন অধিনায়ক লিটন দাস। ৫০ বলে ৭৬ রানের ইনিংসটি তিনি সাজান পাঁচটি ছক্কায়। পঞ্চম উইকেটে তৌহিদ হৃদয়ের সঙ্গে তার ৬৯ রানের জুটি দলকে টেনে তোলে।শামীম নিজে শেষ দিকে ঝড় তোলেন—২৭ বলে ৪৮ রান করে দলের রান সংগ্রহে বড় অবদান রাখেন।ব্যাটিং অর্ডারে নিজের পজিশন নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি আমার ব্যাটিং পজিশন নিয়ে চিন্তিত না। যে জায়গায় ব্যাট করছি, সেখানে আমি আত্মবিশ্বাসী। আমি মাঠে নামলে সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করি। কেউ না কেউ তো ঝুঁকি নিতেই হবে, আর আমি চাই সেই দায়িত্বটা নিতে।’শামীম আরও বলেন, ‘আমি এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিং পছন্দ করি। তার মতো ইতিবাচক থাকার চেষ্টা করি সবসময়। টি২০ ক্রিকেটে ইতিবাচক মানসিকতা জরুরি এবং আমি বিশ্বাস করি, ইতিবাচক থাকলে ভালো খেলতে পারব।’বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়। তৃতীয় ও শেষ ম্যাচটি হবে আগামী ১৬ জুলাই, যেখানে জয়ের লক্ষ্য নিয়েই নামবে টাইগাররা।
Discussion about this post