ঢাকা: বুধবার ( ৮ মে) দুপুরে বাংলাদেশ বিমান এয়ার লাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় ফিরছেন। মঙ্গলবার বিষয়টি জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ বিমানে করে মদিনা পৌঁছান তিনি। এরপর মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর রওজা মোবারক জিয়ারত করেন। শুক্রবার মসজিদে নববিতে জুমার নামাজ আদায় করেন তিনি। শনিবার (৪ মে) এশার নামাজের পরে বিএনপি মহাসচিব ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম ওমরাহ পালন করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৬ জানুয়ারি ১৯৪৮ সালে ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মির্জা রুহুল আমিন ও মাতা মির্জা ফাতেমা আমিন। ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Discussion about this post