স্পোর্টস রিপোর্ট: আর্জেন্টিনা পৌঁছেছেন তৃতীয় বিশ্বকাপ জয়ের নায়ক লিওনেল মেসিসহ দলের সদস্য। বিজয়ী বীরদের বরণে সেখানে প্রস্তুত লাখ লাখ মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোররাত ৩টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ১২টা) দেশটির এজেইজা বিমানবন্দরে পৌঁছায় মেসি বাহিনী। তামাম ফুটবল দুনিয়ার চোখ এখন আর্জেন্টিনার দিকে। এবার সোনার ট্রফি নিয়ে কাতার থেকে নিজভূমে ফিরেছেন লিওনেল স্কালোনির শিষ্যরা। বিমান থেকে বের হওয়ার সময় ফুটবলে সদ্য ‘অমরত্ব’ পাওয়া লিওনেল মেসি ডান হাতে সোনার ট্রফি উঁচিয়ে ধরেন। যেন দেশবাসীর প্রতি এই তার স্বপ্নের অর্ঘ্য নিবেদন। এই আরাধ্য মুহূর্তের নাগাল পেয়ে উল্লাসে ফেটে পড়েন আর্জেন্টাইনরা। তারা বিজয়ের ধ্বনি তুলে আকাশ-বাতাস প্রকম্পিত করেন। যেন গোটা পৃথিবীরা তাদের হাতের মুঠোয় তুলে দিয়েছেন স্বপ্নপূরণের মহানায়ক মেসি। এসময় মেসির পাশে স্কালোনিকে দেখা যায়।
Discussion about this post