আন্তর্জাতিক ডেস্ক: জনতার বিক্ষোভের মুখে কঠিন পরিস্থিতির মধ্যে আছে ইরান। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলার নির্দেশ দিতে পারেন বলে সতর্ক করেছেন। ইরানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ এবং ক্রমবর্ধমান অস্থিরতা নিয়ন্ত্রণে ইন্টারনেট বন্ধ করে দেয়ার পর ট্রাম্প এ হুঁশিয়ারি দেন। খবর আল জাজিরার। শুক্রবার ট্রাম্প বলেন, ‘ইরান বড় বিপদে আছে। আমার মনে হচ্ছে জনগণ এমন কিছু শহর দখল করছে যা কয়েক সপ্তাহ আগেও কেউ ভাবেনি যে এটি সম্ভব।’ ট্রাম্প ইরান সরকারকে সতর্ক করে বলেন, ‘আপনারা গুলি চালানো শুরু না করলেই ভালো হবে, কারণ তাহলে আমরাও গুলি চালাবো।’ গত সপ্তাহে তেহরানকে হুঁশিয়ার করে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সহায়তায় এগিয়ে আসতে পারে। তিনি আরও বলেন, ‘আমি আশা করি ইরানের বিক্ষোভকারীরা নিরাপদ থাকবে, কারণ এটি এখন খুবই বিপজ্জনক একটি জায়গা।’ এদিকে শুক্রবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ মুখে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীদের সতর্ক করে তিনি বলেন, বিক্ষোভকে বিদেশি শত্রু, বিশেষভাবে যুক্তরাষ্ট্রের চক্রান্ত হিসেবে চিহ্নিত করেছে। বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলেও জানান তিনি।






















































Discussion about this post