আন্তর্জাতিক ডেস্ক: কানাডার রাজধানী অটোয়ায় প্রাণঘাতী করোনাভাইরাস টিকা বাধ্যতামূলকসহ মহামারীজনিত বিধিনিষেধের বিরুদ্ধে তিন সপ্তাহ ধরে চলা প্রতিবাদ বন্ধে পদক্ষেপ নিয়েছে পুলিশ, গ্রেফতার করা হয়েছে শতাধিক বিক্ষোভকারীকে। শুক্রবার অটোয়ার কেন্দ্রস্থলের সড়কগুলো থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে অভিযান চালায় পুলিশ; এতে কিছু অশ্বারোহী পুলিশও অংশ নিয়েছে জানিয়েছে তারা সেখানে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের মধ্যে ঢুকে পড়ে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করার পাশাপাশি তিন সপ্তাহেরও বেশি সময় ধরে নগরীর কেন্দ্রস্থল অবরোধ করে রাখা গাড়িগুলো সরিয়ে নেওয়া শুরু করেপরিস্থিতি আরও নাজুক বা সহিংসতা হতে পারে শঙ্কায় অটোয়া পুলিশ জরিমানা ও গ্রেফতারের হুমকি দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে চেয়েছিল, কিন্তু শুক্রবার হিমশীতল তাপমাত্রা ও তুষারপাতের মধ্যে কয়েকশ পুলিশ কর্মকর্তা অভিযানে নেমে ধীরে ধীরে শহরের একটি অংশ পরিষ্কার করতে থাকে। কর্তৃপক্ষ জানিয়েছে, ২৮ জানুয়ারি থেকে অটোয়ার রাস্তাগুলো দখল করে রাখা বিক্ষোভকারী ও ট্রাক্টর-ট্রেইলার ট্রাকগুলো পুরোপুরি সরাতে কয়েকদিন লেগে যেতে পারে। যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে পণ্য আনানেওয়া করা ট্রাক চালকদের জন্য করোনাভাইরাস টিকা বাধ্যতামূলক করার পর সরকারের এ সিদ্ধান্তের বিরোধিতায় ট্রাক চালকদের একটি বহর অটোয়ার কেন্দ্রস্থলে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। কিন্তু ক্রমে এই অবরোধ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকারের বিরুদ্ধে বৃহত্তর একটি প্রতিবাদে পরিণত হয়। অটোয়া পুলিশ বিক্ষোভাকারীদের অবস্থানস্থলের চারদিকে শতাধিক সড়ক বন্ধ করে দিয়ে সেখানে চেকপয়েন্ট বসিয়ে তাদের অভিযানের সূচনা করে। বিক্ষোভকারীদের অবস্থানে খাবার, জ্বালানি সরবরাহ যেন করা যেতে না পারে এবং বাইরে থেকে কোনো বিক্ষোভকারী যেন সেখানে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করাই পুলিশের উদ্দেশ্য।
Discussion about this post