ঢাকা: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু হয়নি। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা অপরিবর্তিত ২৯ হাজার ৩৩৪ জন। এছাড়া করোনার নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪২১ জন। ফলে এ পর্যন্ত দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৫ হাজার ৩০৮ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯.২৩ শতাংশ। সোমবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮১টি ল্যাবরেটরিতে চার হাজার ৫৬৪টি নমুনা সংগ্রহ ও চার হাজার ৫৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ৪২৫টি নমুনা পরীক্ষা হয়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৯ হাজার ৩৭ জন। এর আগে রবিবার (১১ সেপ্টেম্বর) দেশে করোনা আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়। একই সময়ে ৩১০ জন রোগী শনাক্ত হয়।
Discussion about this post