রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের সিএনজি অটোরিকশা চালক মনোতোষ দে (৪০) মারা গেছেন। এ ঘটনায় সিএনজির আরো দুজন যাত্রী আহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের স্বজন বিপ্লব পার্থ।রবিবার সকালে উপজেলার কাপ্তাই সড়কে পোমরা সৌদিয়া প্রজেক্ট গেইটে এ ঘটনা ঘটে। মনোতোষ দে ফটিকছড়ি উপজেলার পৌরসভার ধুরুম জুবলী স্কুল এলাকার অনিল দের সন্তান। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহতের স্বজন বিপ্লব পার্থ জানান, চট্টগ্রাম শহর থেকে ভাড়া নিয়ে রাঙ্গুনিয়া যাওয়ার পথে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া গোচরা বাজারের সৌদিয়ার গেইটে গেলে হানিফ পরিবহনের ধাক্কায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মনোতোষ দে গুরতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয় উপজেলার ইছাখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮ টায় তার মৃত্যু হয়েছে। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিলকী বলেন, সকালে বাস-সিএনজি সংঘর্ষের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। তবে হানিফ পরিবহনের ড্রাইভার পলাতক রয়েছেন। জানতে পেরেছি আহত সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
Discussion about this post